Skip to main content
 

আমাদের কথা

   বগুড়া বিচার বিভাগ :      

            প্রাচীন পুন্ড্রবর্ধনের রাজধানী  ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বগুড়া জেলা উত্তর বঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিল্প নগরী বগুড়া শহর করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত ১৮২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত উত্তর বঙ্গের এই অঞ্চলটি প্রশাসনিকভাবে রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলা হিসেবে পরিচিত ছিল। এই তিনটি জেলাই ছিল আয়তনে বিশাল। প্রশাসনিক সুবিধার জন্য ১৮২১ খ্রিষ্টাব্দে রাজশাহী জেলা থেকে আদমদিঘী, শেরপুর, নৌখিলা ও বগুড়া থানা, রংপুর জেলা থেকে দেওয়ানগঞ্জ ও গোবিন্দগঞ্জ থানা দিনাজপুর জেলা থেকে লালবাজার, ক্ষেতলাল ও বদলগাছি থানা নিয়ে বগুড়া জেলা গঠিত। এই সময় এই জেলার প্রশাসক হিসেবে একজন জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়। ১৮৩২ খ্রিষ্টাব্দে বগুড়া জেলার প্রায় অর্ধাংশের রাজস্ব সংগ্রহের জন্য এই জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়। ১৮৫৯ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা একজন ম্যাজিস্ট্রেট এবং একজন কালেক্টরের শাসনাধীনে আনা হয়। এই নিয়োগের ফলে বগুড়া একটি পূর্ণাঙ্গ জেলায় পরিণত হয়।

১.৫৬ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট বগুড়া জেলা মোট ১২ টি থানা নিয়ে গঠিত শিল্প সংস্কৃতি সমৃদ্ধ জেলা বগুড়ার বিচার বিভাগের  ইতিহাস  তার আপন মহিমায় ভাস্বর ১৯৪২ সালে বগুড়া জেলা তৎকালীন পাবনা জাজশিপের সাথে একিভূত ছিলো পরবর্তীতে দিনাজপুর জাজশীপের সাথে সাথে একিভূত হয় ১৯৬৮ সালের জানুয়ারিতে বগুড়া বিচার বিভাগ  পৃথকভাবে আত্নপ্রকাশ করে সর্বপ্রথম ০৯ জন কর্মচারী এবং ০৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়ে বগুড়া বিচার বিভাগ তার কা‍র্যক্রম আরম্ভ করে ১৯৬৮ সালে সর্বপ্রথম জেলা জজ হিসেবে  জনাব মহিবুল হক যোগদান করেন তৎকালীন সময়ে জেলা  জজ আদালত, সাবজজ আদালত , সিনিয়র মুন্সেফ আদালত, ২য় মুন্সেফ আদালত ৩য় মুন্সেফ আদালত এই ০৫ টি আদালত নিয়ে বগুড়া বিচার বিভাগ পৃ্থক ভাবে যাত্রা শুরু করে তৎকালীন সাব জজ ছিলেন জনাব সৈয়দ ফজলে আহমেদ চৌধুরী (পরবর্তীতে  বিচারপতি হিসেবে অধিষ্ঠিত) সিনিয়র মুন্সেফ ছিলেন আব্দুস সালাম (পরবর্তীতে বিচারপতি হিসেবে অধিষ্ঠিত), দ্বিতীয় মুন্সেফ ছিলেন জনাব আসাদুজ্জামান  এবং তৃতীয় মুন্সেফ ছিলেন জনাব আরায়েস উদ্দিন ১৯৮৩ সালে বগুড়া জেলার তৎকালীন ১১ টি উপজেলায় মুন্সেফ আদালত প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে পুনরায় সকল আদালত  জেলা  সদরে স্থানান্তরিত হয়  

         ২০০৭ সালের ১লা নভেম্বর  বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের পর প্রথম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রাপ্ত হন জনাব আবু হেনা রেজাউল কামাল গত ১২/১১/২০১৫ খ্রি. তারিখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার অন্যতম চিত্তাকর্ষক সরকারী স্থাপনা ১০ তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি উদ্ভোবন করেন  বর্তমানে বগুড়া জেলায় বিভিন্ন স্তরে মোট ৪১ জন বিচারক কর্মরত রয়েছেন বর্তমানে জেলা দায়রা জজ পদে দায়িত্ব পালন করছেন বিজ্ঞ জেলা দায়রা জজ জনাব ,কে, এম মোজাম্মেল হক চৌধুরী এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মাদ রবিউল উয়াল জেলা বিচার বিভাগ, বগুড়া বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিতে সদা বধ্য পরিকর।